Skip to main content
 

আমাদের কথা

০১ জুলাই, ১৮৭৯ খ্রিস্টাব্দে বর্তমান পাবনা ও বগুড়া জেলার বিচার কার্যক্রম  একজন জেলা ও দায়রা জজের অধীন পরিচালিত হত।  মিঃ জন টুইডিকে পাবনা ও বগুড়া জেলার প্রথম জেলা জজ হিসেবে নিয়োগ করা হয়। পরবর্তীতে ১২ নভেম্বর, ১৯৩০ সালে শুধুমাত্র পাবনার জন্য একজন জেলা জজ নিয়োগ করা হয়। মিঃ কে সি চন্দ ১২ নভেম্বর, ১৯৩০ সালে পাবনার জেলা জজ হিসেবে যোগদান করেন। মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম শামীম আহাম্মদ গত ২৭/০৪/২০২২ খ্রিস্টাব্দে পাবনা জেলায় বর্তমান জেলা ও দায়রা জজ হিসাবে যোগদানের মাধ্যমে সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ২০০৬ ও ২০১৮ সালে পাবনা জজ কোর্ট ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারন করা হয় । বিচার বিভাগ পৃথকীকরনের মাধ্যমে ২০০৭ সালের ১লা নভেম্বর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রতিষ্ঠিত হয়। গত ০৬/০৫/২০১৮ খ্রিস্টাব্দে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন করা হয়। বর্তমানে পাঁচতলা ভবনে জেলা জজ আদালত এবং আট তলা ভবনে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাবনা জেলার প্রথম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হলেন জনাব মোঃ সাইদুর রহমান খান। বর্তমান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ কামাল হোসেন। পাবনার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম শামীম আহাম্মদ মহোদয়ের নেতৃত্বে পাবনা বিচার বিভাগ বিচারপ্রার্থী জনগনের সেবায় নিরলস কাজ করে যাচ্ছে।