জেলা ও দায়রা জজ

জনাব মোঃ এনায়েত কবির সরকার
জেলা ও দায়রা জজ, পাবনা
জনাব মোঃ এনায়েত কবির সরকার, PBGMS ১৯৭৭ সালে বগুড়া জেলার শেরপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। স্কুল কলেজ এর শিক্ষা সফলভাবে সম্পন্ন করার পর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৯ এবং ২০০০ সালে যথাক্রমে এলএল.বি. (সম্মান) ও এলএল.এম. ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০১-২০০৫ সাল পর্যন্ত ঢাকা বার এসোসিয়েশনের অধীনে আইনজীবী হিসেবে আইন পেশায় নিয়োজিত ছিলেন। পরবর্তীতে, ২০০৫ সালে ২২তম বাংলাদেশ সিভিল সার্ভিস (জুডিসিয়াল) ক্যাডারে (বর্তমান বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস) নিয়োগ পান এবং রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতে সহকারী জজ হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের বিভিন্ন পদে মৌলভীবাজার, সিলেট, ঢাকা ও রাজশাহী জেলার বিচার বিভাগে কর্মরত ছিলেন। এছাড়া, তিনি বর্ডার গার্ড বাংলাদেশ এর আইন কর্মকর্তা হিসেবে কাজ করেন। বিগত ৩০/১০/২০২৪ খ্রীষ্টাব্দ তারিখে তিনি পাবনা বিচার বিভাগে জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করেন।
জনাব সরকার সন্ত্রাস বিরোধী বিশেষ আইনে একজন বিশেষজ্ঞ। রাজশাহী সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে তিনি পাঁচ বছর কর্মরত ছিলেন। এছাড়া, তিনি BPATC, OPDAT, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সহ USAID কর্তৃক আয়োজিত বিভিন্ন সেমিনার, মুট কোর্ট, ওয়ার্কশপে সেশন নিয়েছেন। তিনি বাংলাদেশে অবস্থিত Human Rights Summer School, Judicial Administration and Training Institute, BELA, BPATC, সার্ভে ট্রেনিং সহ ঢাকায় অবস্থিত মার্কিন দুতাবাস কর্তৃক আয়োজিত জুডিসিয়াল এবং কেস ম্যানেজমেন্ট এ ট্রেনিং সমাপ্ত করেন এবং সনদ প্রাপ্ত হন। এছাড়া, তিনি ভারতের ভোপালে অবস্থিত ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি, পাঞ্জাব ও হরিয়ানায় অবস্থিত চন্ডিগড় জুডিসিয়াল একাডেমি, ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া সহ ভারতের পশ্চিম বঙ্গ, কলকাতায় আয়োজিত বিভিন্ন প্রফেশনাল ট্রেনিং সমাপ্ত করেন। তিনি তার কাজের স্বীকৃতি স্বরূপ President Border Guard Medal of Service (PBGMS) পুরস্কারে ভূষিত হন।
জনাব মোঃ এনায়েত কবির সরকার বিবাহিত এবং ব্যক্তিজীবনে তিনি দুই সন্তানের জনক।